Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে নারী ও ২ শিশুর অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১১:০৫

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া নারী ও দুই শিশুর মরদেহের পরিচয় মিলেছে। তারা হলেন- মা আমেনা বেগম (৩০) এবং তার দুই ছেলে আবু বক্কর (৪) ও আনাস (২)।

মঙ্গলবার (২১ মে) দুপুরে মরদেহগুলো উদ্ধারের পর ত্রিশাল থানায় নেওয়া হয়। প্রথমে পরিচয় না মিললেও রাতে তাদের পরিচয় মেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে তিনটি মরদেহ উদ্ধার হলে তাৎক্ষণিক পরিচয় না মিললেও রাতে নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ।

তিনি জানান, ছয় বছর আগে ত্রিশালের সাখুয়ার বাবুপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে আমেনা বেগমের বিয়ে হয় রামপুরের কাকচর নয়াপাড়ার আব্দুল হামিদের ছেলে আলী হোসেনের সঙ্গে। সংসারে দু’টি ছেলে জন্ম নেয়। আলী হোসেন কোনো কাজ না করায় স্ত্রী আমেনা বেগম এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

পুলিশ আরও জানান, এনজিও থেকে নেওয়া কিস্তির টাকা না দিতে পারায় স্ত্রীকে গার্মেন্টেসে নিয়ে যাওয়ার কথা বলে আলী হোসেন স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর পাওয়া যায়নি বলে স্থানীয়রা পুলিশকে জানায়। মঙ্গলবার দুপুরে প্রথমে কাটা হাত-পা দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মাটিতে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ তিনটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে- ঢাকায় নেওয়ার কথা বলে আলী হোসেন তার স্ত্রী-সন্তানদের হত্যা করে বাড়ি পাশে মাটির গর্তে পুঁতে রাখেন।

এ ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

অর্ধগলিত মরদেহ উদ্ধার টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর