Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট সদরে মিঠু ও পাঁচবিবিতে শিখার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১১:০৭

জয়পুরহাট: জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাতে জয়পুরহাট জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার ভোটের ফলাফল প্রকাশ করেন।

এতে জয়পুরহাট উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল মার্কায় ৪৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা প্রভাষক এ ই এম মাসুদ রেজা আনারস মার্কা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩০৯ ভোট।

পাঁচবিবি উপজেলা পরিষদে নির্দলীয় প্রার্থী সাবকুন নাহার শিখা ঘোড়া মার্কা প্রতীকে ৩৮ হাজার ৩০৯ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও একই উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট।

সারাবাংলা/এমও

উপজেলা পরিষদ নির্বাচন জয়পুরহাট

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর