হিলিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
২৩ মে ২০২৪ ১৪:০৬
দিনাজপুর: হিলিতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩) সকাল সাড়ে ১১টায় বাংলাহিলি এলএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এ সময় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) মইনউদ্দিন, হিলি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম নামে এক কৃষকের কাছ থেকে এক টন ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, এবার হাকিমপুর উপজেলায় ৩২ টাকা কেজি দরে ৭৭২ মেট্রিক টন বোরো ধান ও ৪৫ টাকা কেজি দরে ৩১৯ মেট্রিক টন সিদ্ধ চাল ৪৪ টাকা কেজি দরে ৭৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
সারাবাংলা/ইআ