Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডাবল’ জিতেই মৌসুম শেষ করতে চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৪ ০৯:৩২

মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামছে দুই নগর প্রতিদ্বন্দ্বী

শেষ দিনে গিয়ে ওয়েস্ট হ্যামকে হারিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত করেছিলেন তারা। প্রিমিয়ার লিগ জয়ের পর এবার পেপ গার্দিওলার সিটির সামনে টানা দ্বিতীয়বার এফএ কাপ জয়ের হাতছানি। রাতে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে সিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালের আগে সিটি কোচ গার্দিওলা বলছেন, ইউনাইটেডের চেয়ে ভালো ফুটবল খেলে তার দল। ডাবল জিতে মৌসুম শেষ করার ব্যাপারেও আশাবাদী তিনি।

বিজ্ঞাপন

সিটির হয়ে কোচিং ক্যারিয়ারের ৯ম বড় টুর্নামেন্টের ফাইনালে ডাগআউটে নামবেন গার্দিওলা। তার সামনে হাতছানি দিচ্ছে ক্লাবের হয়ে ১৮তম ট্রফি। এমন ম্যাচের আগে তাই উজ্জীবিত গার্দিওলা, ‘এফএ কাপের ফাইনাল খেলা সবসময়ই দারুণ ব্যাপার। ফাইনালে পৌঁছানো সহজ কাজ নয়। অনেকেই হয় ধরে নিয়েছে আমরা সহজে জিতব। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। আগের ম্যাচের ফলাফল কোন প্রভাব খেলে না। আমরা মৌসুমের শেষ ম্যাচ খেলতে প্রস্তুত। এই ম্যাচেই আমাদের সব মনোযোগ থাকবে। আমরা ফাইনাল জিতেই মৌসুম শেষ করতে চাই।’

বিজ্ঞাপন

মাঠের লড়াইয়ের আগে চলছে কথার লড়াইও। চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে গার্দিওলা বলছেন, দীর্ঘমেয়াদে ইউনাইটেডের চেয়ে ভালো ফুটবল খেলে তার দল, ‘মৌসুম শুরুর সময় সবাই বলে আমরা বড় ব্যবধানে জিতব। এটাকে অনেকেই বোরিং বলে! কিন্তু আরা ২ পয়েন্টের ব্যবধানে লিগ জিতেছি, এটা মোটেও বোরিং নয়। হ্যাঁ আমরা ইউনাইটেডের চেয়ে অনেক পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করেছি। দীর্ঘমেয়াদে আমরা তাদের চেয়ে ভালো ফুটবল খেলি এটা মানতেই হবে।’

১৮৮৫ সালের পর এই প্রথম পরপর দুইবার এফএ কাপের ফাইনালে মুখোমুখি একই প্রতিপক্ষ। সিটি কি পারবে গতবারের মতো এবারও ইউনাইটেডকে হারিয়ে আরেকটি ডাবল জিতে মৌসুমের ইতি টানতে?

সারাবাংলা/এফএম

এফএ কাপ পেপ গার্দিওলা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর