Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১৪:২৯

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

শুক্রবার (২৪) রাত এগারোটার দিকে উপজেলার আমতলী বিডিআর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের সখিপুর কালমেঘা এলাকার রহমান মুন্সির ছেলে আব্বাস আলী দোওয়ান (৭০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৬০)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী শাহজালাল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/ইআ

বাসচাপায় ময়মনসিংহ স্বামী-স্ত্রী নিহত

বিজ্ঞাপন

মেলার ৯ম দিনে নতুন বই এসেছে ৯৭টি
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮

আরো

সম্পর্কিত খবর