Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ

সারাবাংলা ডেস্ক
২৫ মে ২০২৪ ২০:৪৫

ঢাকা: সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ আবহাওয়া পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এতে বলা হয়, আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য মতে আগামী ২৬ মে থেকে ২৮ মে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

এ অবস্থায় বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে ফসল রুক্ষার জন্য বেশ কিছু কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো

১. বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখুন।

২. দ্রুত পরিপক্ক সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন।

৩. সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন।

৪. জমির আইল উঁচু করে দিন।

৫. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে।

৬. আখের ঝড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

৭. পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন, যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়।

৮. গবাদি পশু ও হাঁস-মুরগি শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খান স্বাক্ষরিত বার্তায় কৃষকদের উদ্দেশে এ সব পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে

আবহাওয়া টপ নিউজ ভারী বৃষ্টিপাত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর