Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৪ ২১:২১

রোববার রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক অভিযান পরিচালনা করেন। ছবি: সারাবাংলা

রাজশাহী: ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, ভোক্তাদের সঙ্গে যারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এগুলো শক্তভাবে দেখা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার (২৬ মে) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং অভিযানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ভোক্তার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘ঈদুল আজহা সামনে রেখে যেকোনো পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করলে শক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা ঈদ অথবা কোনো উৎসব এলেই দাম বাড়িয়ে দেয়। কিন্তু কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার দাম বাড়ানোর সুযোগ নেই।’

সফিকুজ্জামান আরও বলেন, ‘ব্যবসায়ীরা তিন মাস আগে থেকেই দেশের বাজারে মসলা আমদানি করছেন। ঢাকা ও খাতুনগঞ্জে মসলা চলে এসেছে। সেই মসলা খুচরা বাজারে যাচ্ছে। ফলে এখন কেউ যদি দাম বাড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ভোক্তার মহাপরিচালক বলেন, ‘রাজশাহীতে আম ও লেবুর দাম অনেক কম। এখানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। অথচ ঢাকায় এই লেবু ৫০ থেকে ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। মধ্যস্বত্বভোগীরা দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের দৌরাত্ম্য কমানোর জন্যও কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।’

তিনি বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া যেসব প্রতিষ্ঠান খাদ্যদ্রব্য উৎপাদন করছে, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে। এ জন্য সারা দেশেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান জোরদার করা হয়েছে।’

এ সময় অনুমতিবিহীন খোলা সেমাই বিক্রির অভিযোগে পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানিদের ভেজাল পণ্য বিক্রি না করার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ভোক্তার অধিকার নিশ্চিতে সামনের দিনে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেন কর্মকর্তারা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই

বাজার মনিটরিং বাজারে অভিযান ভোক্তা অধিকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর