Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নিম্নাঞ্চল প্লাবিত, হচ্ছে ভারি বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ০৯:৪৮ | আপডেট: ২৭ মে ২০২৪ ১২:০২

ফাইল ছবি

খুলনা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারি বৃষ্টিতে খুলনা মহানগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ঝড়ে নগরীর বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে।

খুলনা আবহাওয়া অধিদফতরের ইনচার্জ আমিরুল আজাদ জানান, সোমবার (২৭ মে) সকাল ৬টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বর্তমানে জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সঙ্গে হচ্ছে ভারি বৃষ্টি।

জানা গেছে, খুলনা মহানগরীর সড়কের ওপরে ও পাশের দোকানের সাইনবোর্ড ও বিলবোর্ড রাস্তার ওপরে পড়ে আছে। সড়কের পাশে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

সড়কের দুই পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ আরও বলেন, ‘ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত সাড়ে ১০টায় খুলনাসহ উপকূলে আঘাত হানে। কয়রা উপকূলে ১০০ কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে। আর খুলনার অন্যান্য স্থানে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সঙ্গে বৃষ্টি হচ্ছে।’

সারাবাংলা/এমও

ঘূর্ণিঝড় রেমাল টপ নিউজ নিম্নাঞ্চল প্লাবিত

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর