বৈরি আবহাওয়ায় বাঘাইছড়িতে ভোট স্থগিত
২৭ মে ২০২৪ ১৫:১৮
রাঙামাটি: ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট বৈরি পরিস্থিতিতে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব জাহাংগীর আলম।
এদিকে, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা জানান, ইউএনও আমাকে ফোনে জানিয়েছেন নির্বাচন স্থগিত। কবে অনুষ্ঠিত হতে পারে সেটি জানানো হবে। এ ব্যাপারে আমরা অফিসিয়ালি কোনো চিঠি পাইনি।
বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করার বিষয়টি মৌখিকভাবে জানানো হযেছে। কিছু সময়ের মধ্যে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।’
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির রিটার্নিং অফিসার ও রাঙামাটির অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, ‘তৃতীয় ধাপে রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও বাঘাইছড়িতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈরি আবহাওয়ার কারণে বাঘাইছড়িতে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে হেলিকপ্টারে চলাচলের সুযোগ না থাকায় হলিসর্টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো যাচ্ছে না। তবে নির্বাচন কমিশন আমাদের এখনো কোনো নির্দেশনা দেয়নি।’
প্রসঙ্গত, বাঘাইছড়ি উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্রের ৬টি হলিসর্টিতে; অর্থাৎ এই ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে করে নির্বাচন সরঞ্জাম ও ভোটকর্মীদের পাঠাতে হয়। এখানে মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ২৯ জন।
সারাবাংলা/এমও