Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমাল: পটুয়াখালীতে দুই দিনে ৩ প্রাণহানি, ২৮ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ২৯ মে ২০২৪ ০৩:০৪

উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার। বিদ্যুৎ নেই পটুয়াখালীর বহু এলাকায়। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শহর কুয়াকাটা ও মৎস্যবন্দর মহিপুর। রেমালের তাণ্ডবে দুই দিনে জেলায় মৃত্যু হয়েছে তিনজনের।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ মে) দুপুর পর্যন্তও এই দুই উপজেলায় পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার। উপকূলের অনেক স্থানে দুপুর পর্যন্তও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে বাতাসের চাপ নেই বললেই চলে।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য বলছে, পটুয়াখালী জেলায় ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছে ঘের ও ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষিদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের হিসাব বলছে, প্রায় সাড়ে তিন হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে পটুয়াখালীতে। ছবি: সারাবাংলা

এ ছাড়া জেলায় সাড়ে তিন হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে কয়েক হাজার। সব মিলিয়ে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা। মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন স্থানে পড়ে থাকা গাছ অপসারণে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীকে।

এদিকে পটুয়াখালীতে তিন কিলোমিটার ও কলাপাড়া উপজেলায় চার কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অনেক স্থানের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে। ফলে দুদিন ধরে অনেক এলাকাতেই বিদ্যুতের দেখা নেই।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা আজই (মঙ্গলবার) মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করছি ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবে।

সারাবাংলা/টিআর