ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত ২২ উপজেলার মধ্যে ২০ উপজেলায় আগামী ৯ জুন ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘স্থগিত ২২টি উপজেলার মধ্য ২০টিতে আগামী ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া, মামলাজনিত কারণে চান্দিনার ভোট স্থগিত করা হয়েছিল। ওই উপজেলায় ভোট হবে ৫ জুন। পাশাপাশি চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জেও ৫ জুন নির্বাচন হবে।