তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৫ শতাংশের কম-বেশি: সিইসি
২৯ মে ২০২৪ ১৭:৩১
ঢাকা: তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটের প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
বুধবার (২৯ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১ হাজার ১৫২ জন প্রার্থী ছিলেন। ইভিএমে ১৬ উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। কারণ, আইনশৃঙ্খলা বাহিনী বেশি তৎপর ছিল।’
তিনি বলেন, ‘নির্বাচনে খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ছয় জন আহত হয়েছেন।’
এ ছাড়া, একজন প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানান সিইসি।
সারাবাংলা/জিএস/পিটিএম