বিএনপি ৯ মিনিটও আন্দোলন করতে পারেনি: কাদের
৩০ মে ২০১৮ ১৫:০৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপির শক্তি দিন দিন কমছে বলেই তাদের মুখের বিষ উগ্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা (বিএনপি) আন্দোলন আন্দোলন চিৎকার করে গত নয় বছরে ৯ মিনিটও আন্দোলন করতে পারেনি। সেই সামর্থ্য, শক্তি তাদের নেই।’
বুধবার (৩০ মে) দুপুরে মিরপুরে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাচনে না এলেও সংবিধান স্রোতের গতিপথের মতই আবর্তিত হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের শক্তি যখন কমে আসে তখন মুখের বিষ উগ্র হয়ে আসে। এটা শরৎচন্দ্রের কথা, যা বিএনপির ক্ষেত্রে একেবারেই সত্য। নির্বাচনে সিডিউল ঘোষণার আর চার-পাঁচ মাস বাকি। এর মধ্যে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া জেলে থাকলে তারা নির্বাচন করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। আর বেগম জিয়া জেল থেকে বের হবে কিনা, সেটা আদালতের ব্যাপার। তারা (বিএনপি) আমাদের কাছে, সাংবাদিকদের কাছে না এসে আদালতে কাছে গেলে ভালো করবেন। আদালতে গিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম জিয়াকে বের করতে বলেন। এখানে সরকারের কোনো দায় নেই, সরকারের উপর তারা দোষ চাপাচ্ছে কেন? সংবিধান অনুযায়ী দেশও চলবে, গণতন্ত্র চলবে, নির্বাচনও চলবে। বিএনপির জন্য কোনো কিছু আটকে থাকবে না। বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে হবে।’
দু’দিন আগে কূটনৈতিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘যেহেতু বিএনপি বিদেশি কূটনৈতিকদের ডেকে এ দেশের নির্বাচন, খুলনা নির্বাচন, গাজীপুর নির্বাচন নিয়ে এবং দেশের বিভিন্ন বিষয় যেমন মাদকবিরোধী অভিযান নিয়ে ব্রিফ করেছে। কাজেই আমাদের পার্টি এবং সরকারের পক্ষ থেকেও কূটনৈতিকদের কাছে আমাদের অবস্থান পরিস্কার করার বিষয় আছে। যেখানে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ আছে সেখানে বিভ্রান্তি দূর করার জন্য কূটনৈতিকদের সাথে কথা বলেছি, আলাপ-আলোচনা করেছি।’
কিন্তু সেখানে বলেছেন আপনারা বিএনপিকে ছাড়া নির্বাচন করবেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি না এলে করবো না এটা না। কথাটা হচ্ছে বিএনপি আসুক, এলে স্বাগতম। বিএনপিকে জোর-জবরদস্তি করে ইলেকশনে টেনে নিয়ে আসা, সে দায়িত্ব আমাদের না। বিএনপির অধিকার এটা।’
নির্বাচন কমিশন পুনর্গঠন করতে বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এগুলো এখন মামাবাড়ির আবদার, এসব এখন হওয়ার কোনো সুযোগ নেই।’
সারাবাংলা/এমএমএইচ/এমও