Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনারেল আজিজ ‘ফেঁসে যাচ্ছেন’ দুদকের জালে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ২০:৫৫

ঢাকা: সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ মে) সংস্থাটির প্রধান কার্যালয়ে এ নিয়ে দীর্ঘ বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘অভিযোগটি নিয়ে কমিশন পর্যালোচনা করছে। যাচাই-বাছাই কমিটিকে (যাবাক) নির্দেশ দেওয়া হয়েছে।’

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২১ মে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

এ দিকে বুধবার (২৯ মে) সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেন।

আবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। কিন্তু এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও দুদক অনুসন্ধানের উদ্যোগ নেয়নি; যা দুদকের নিষ্ক্রিয়তা।

এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ।

এর আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুন
আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
আজিজ-বেনজীরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না: মান্না
আজিজ-বেনজীরের মতো আরও অনেক রূপকথার কাহিনি আছে’
আজিজ-বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়: কাদের
আজিজ-বেনজীরদের অপরাধী বানালো কার— প্রশ্ন গয়েশ্বরের
‘আজিজ-বেনজীরের মদতদাতাদেরও বিচার করতে হবে’
‘আজিজের নিষেধাজ্ঞা ও বেনজীরের সম্পত্তি ক্রোক জাতির জন্য লজ্জার’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

জেনারেল আজিজ টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর