‘ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যাকে বৈধতা দিচ্ছে আমেরিকা’
১ জুন ২০২৪ ২০:৪৪ | আপডেট: ২ জুন ২০২৪ ১১:২৬
চট্টগ্রাম ব্যুরো: ‘ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যাকে আমেরিকা নানা ছলাকলায় ও কথার জাল বুনে বৈধতা দিচ্ছে’, বলে মন্তব্য এসেছে চট্টগ্রামের এক সমাবেশ থেকে।
শনিবার (১ জুন) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রামের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যেগে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করা হয়।
মধ্যপ্রাচ্যের সম্পদ লুণ্ঠন করতেই ইসরাইলের সৃষ্টি জানিয়ে খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার মজুমদার বলেন, ‘১৯৪৮ সালে ইসরাইল নামে লাঠিয়াল রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমেরিকা সাম্রাজ্যবাদ। এ লাঠিয়াল রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই ছিল সম্পদ লুন্ঠন করা। সাম্রাজ্যবাদের শেখরকে বিস্তৃত করা। গত আট মাসে ৩৬ হাজার মানুষকে ইসরাইলিরা হত্যা করেছে। আর তাদের দোসর আমেরিকা নানা ছলাকলায়, কথার জাল বুনে এ অপরাধকে বৈধতা দিচ্ছে। মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটানোই আমেরিকা-ইসরাইলের কৌশল।’
ফিলিস্তিনের সাধারণ মানুষের জাতীয় মুক্তিসংগ্রামের টুঁটি চেপে ধরার শেষ আয়োজন চলছে মন্তব্য করে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা বলেন, ‘সাত দশক ধরে প্যালেস্টাইনের জনগণ যে জাতীয় মুক্তিসংগ্রাম করছে সেটাকে টুটি টিপে হত্যা করার শেষ আয়োজন চলছে গাজায়। এ ইসরাইলি জায়নবাদ আমেরিকার দালালরা দীর্ঘকাল ধরে প্যালেস্টাইনের লাখ লাখ মানুষ খুন করেছে। তারাই চক্রান্ত করে প্যালেস্টাইনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে খুন করেছে।’
তিনি আরও বলেন, ‘নানা রকমের কৌশল করে তারা ফিলিস্তিনি নামে এ জাতিসত্ত্বাকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিতে চায়। এরা কত বড় বোকা। জাতিসত্ত্বা এমন একটি জিনিস জবরদখল বা জবরদস্তি করে, বোমা মেরে ধ্বংস করা যায় না। দুনিয়ার যত অঘটন ঘটে, যত যুদ্ধের দামামা হয় সেখানেই আমেরিকান সাম্রাজ্যবাদ।’
নারীনেত্রী নূরজাহান খান বলেন, ‘ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে সেটা অমানবিকতার শীর্ষ পর্যায়ে। পৃথিবীর অনেক দেশই এ বর্বর হত্যাযজ্ঞের বিরোধিতা করেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।’
সাংবাদিক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘ইসরাইলের ইহুদিরাও বিভিন্ন দেশে আজ ফিলিস্তিনে বর্বর গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এ মনোভাব এখন সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের। ক্ষমতাসীনরা কারও কথা শুনে না। তারা পৃথিবীর প্রতিটি প্রান্তে যুদ্ধকে ছড়িয়ে রেখেছে।’
গাজা শিশুদের কবরে পরিণত হয়েছে মন্তব্য করে উদীচী চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি চন্দন দাশ বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা আজ একদিন ধরে চলছে না। দীর্ঘদিন ধরে ইসরাইল এ হত্যাযজ্ঞ চালিয়ে আসছে।’
খেলাঘরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও সাংবাদিক রমেন দাশ গুপ্তের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, ট্রেড ইউনিয়ন জেলার আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল হালিম দোভাষ, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রথীন সেন, সদস্য দিলীপ দাশ, ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া অয়ন, জেলা যুব ইউনিয়নের সাংগঠিক সম্পাদক রাশিদুল সামির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি লাকী দাশ, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক দীপেন চৌধুরী, ছড়াকার অ্যালেক্স আলীম, মুক্তধারা পাঠাগারের সংগঠক হামিদ উদ্দিন ও অগ্নিবীণা পাঠাগারের সাধারণ সম্পাদক সানি চৌধুরী।
সারাবাংলা/আইসি/এমও