নামাজ পড়তে বের হয়ে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
৫ জুন ২০২৪ ২১:৫৮
ঢাকা: রাজধানীর খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনের ধাক্কায় এনায়েতুল্লাহ আনিছ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নামাজ পড়তে বের হয়েছিলেন।
বুধবার (৫ জুন) রাত সোয়া ৮টার দিকে বাগিচা হিকমাহ আই হাসপাতালের বিপরীতের পাশের রেললাইনে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
আনিছের ভাই মো. শাখায়েতুল্লাহ আজম জানান, তাদের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও বাগিচা এলাকায় নিজেদের বাসায় থাকেন। বাবার নাম এএনএম শহিদুল্লাহ।
তিনি আরও জানান, রাতে বাসা থেকে মসজিদে নামাজ পড়তে বের হয়। কিছুক্ষণ পর জানতে পারেন বাগিচা এলাকায় রেললাই অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পরে দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম