Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় সৈকতে ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৬:০২

কুয়াকাটা: কুয়াকাটা সৈকতে একটি ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু।

আবুল হোসেন রাজু জানান, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটিকে। শরীরের সম্পূর্ণ চামড়া তোলা। দেখে মনে হচ্ছে গত দুই-তিন আগে মারা গেছে। পরে বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি শুনেছি। মৃত ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

সারাবাংলা/এমও

কুয়াকাটা ডলফিন মৃত ডলফিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর