Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাচিকে কুপিয়ে হত্যা মামলায় ভাতিজার ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৬:১১

জয়পুরহাট: জয়পুরহাটে পাওনা টাকার জেরে চাচিকে কুপিয়ে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান টিটু জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ানের আকন্দের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আসামি রাকিবুল হাসান টিটুর কাছে চাচি মাসুমা বেগম ২ হাজার টাকা পেতেন। টিটু ২ হাজার টাকা ফেরত দিলেও সেই টাকার সুদ বাবদ আরও ১ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে মাসুমা বেগম বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি টানতে গেলে আসামি টিটু তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাসুমাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা চাচি জয়পুরহাট ভাতিজার ফাঁসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর