Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি’র দ্বাদশ সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৭:১৭

ফাইল ছবি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত হওয়া দ্বাদশ সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৫ জুন) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে এ তারিখ চূড়ান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর। এসময় উপাচার্য রাবির দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে সদয় সম্মতির অনুরোধ জানালে তিনি ২৮ নভেম্বর সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জানান।

এর আগে, গতবছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাবির দ্বাদশ সমাবর্তন। কিন্তু বিশেষ কোনো কারণ উল্লেখ না করেই ১ নভেম্বর এক নোটিশের মাধ্যমে সমাবর্তন স্থগিত করেন কর্তৃপক্ষ। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতিত্ব করেছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সারাবাংলা/এমও

দ্বাদশ সমাবর্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর