সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ বেড়ে ২৪৮ কোটি টাকা
৬ জুন ২০২৪ ১৯:০৪
ঢাকা: ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ বাড়িয়ে ২৪৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ২৩৭ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপিস্থিতিতে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম
২০২৪-২৫ অর্থবছরের বাজেট টপ নিউজ বরাদ্দ বাজেট ২০২৪-২৫ সুপ্রিম কোর্ট