বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন চলছে
৭ জুন ২০২৪ ১৫:৫১
ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও উপস্থিত আছেন পরিকল্পনামন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রস্তাবিত প্রথম বাজেট। তার এই প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে এই বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন অর্থমন্ত্রী।
দেশের ৫৪তম এই বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। মূল্যস্ফীতির গড় হার ৬ দশমিক ৫ শতাংশে সীমিত রাখার লক্ষ্য নিয়েছে সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা।
সারাবাংলা/একে
৫৪ তম বাজেট অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট ২০২৪-২৫ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন