‘বাজেট ঘোষণার আগেই বিএনপি-জামায়াতের বিবৃতি রেডি’
৭ জুন ২০২৪ ১৭:৪৫
চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাজেট ঘোষণার আগেই বিএনপি-জামায়াত তাদের বিবৃতি রেডি করে রাখে। এ জন্য গত ১৫ বছরে বাজেট ঘোষণার পর দেওয়া তাদের বক্তব্য-বিবৃতি একই।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার (৭ জুন) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকারও বড় আকারের বাজেট ঘোষণা হয়েছে। গত ১৫ বছরে বাজেটের অংক সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার বৃদ্ধি পাওয়া মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তখন বুঝতে হবে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে।’
বাজেটের সমালোচকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বাজেট জনগণের কল্যাণে যদি না এসে থাকে, তাহলে গত ১৫ বছরে দারিদ্র্য ৪০ শতাংশ থেকে নেমে ১৮ দশমিক ৭ শতাংশে এলো কীভাবে? আর অতিদরিদ্র ২২ শতাংশ থেকে ৫ দশমিক ৭ শতাংশে কীভাবে নেমে এসেছে? এটি সম্ভব হয়েছে বাজেট বাস্তবায়নের কারণেই।’
বিএনপি-জামায়াত ও কতিপয় বুদ্ধিজীবি ‘চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে বুদ্ধিজীবী কয়েক প্রকার। একটা হচ্ছে সত্যিকারের বিশেষজ্ঞ, আরেকটা হচ্ছে বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ, আরেকটা হচ্ছে সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ। কিছু বিশেষজ্ঞ নামধারীরা এবং বিএনপি-জামাত প্রতিবারের মতো এবারও বলতে শুরু করেছে- এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। বাস্তবে ১৬-১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের আর সহ্য হচ্ছে না।’
১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ছয় দফা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘পূর্ব বাংলার মানুষের মাঝে স্বাধীনতার পক্ষে মনন তৈরি করার জন্যই বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেছিলেন। ছয় দফার পক্ষে মানুষ ব্যাপক সাড়া দেন। ছয় দফার ওপর ভিত্তি করেই দেশে সাধারণ নির্বাচন হয়। জনগণ ছয় দফার পক্ষে ভোট দেয়। বঙ্গবন্ধু ছয় দফার বাইরে গিয়ে পাকিস্তানিদের সঙ্গে কোনো আপস করেননি। যদি আপস করতেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। আপস করেননি বলেই বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সকল সংকট-ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃঢ়তায় আজ আওয়ামী লীগ পরপর চারবার রাষ্ট্রক্ষমতায়। বিরোধী শক্তি জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীদের চোখ কান সবসময় খাড়া রাখতে হবে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
সারাবাংলা/আরডি/একে