Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার ফেরত গেলেন ১৩৪ বিজিপি ও সেনা সদস্য, ফিরলেন ৪৫ বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ১৪:৩২

কক্সবাজার: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ। অপরদিকে মিয়ানমারে বিভিন্ন সময়ে কারাভোগ করা ৪৫জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার।

রোববার (৯ জুন) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডাব্লিউটিএ জেটি ঘাঁটে এই প্রক্রিয়া শুরু হয়। এসময় উভয় দেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ৭টার দিকে ১৩৪ বিজিপি-সেনা সদস্যকে বিজিবির নিরাপত্তায় চারটি বাসে করে বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হয়। এসময় এলাকায় পুলিশ, বিজিবি, কোস্ট গার্ডের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়।

পরে সকাল ১০টার দিকে মিয়ানমারে দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরে আসেন ৪৫ জন। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের এবং মিয়ানমারের কারাভোগ করা বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর