Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ১২:৪১ | আপডেট: ১০ জুন ২০২৪ ১৩:১৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১০) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন রাজধানীর ডেমরা থানার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক ইউসুফ আলী জানান, বিল্লাল হোসেন পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর