পুরানা পল্টনে ফায়নাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১৯:৩০ | আপডেট: ১৩ জুন ২০২৪ ১০:১৯
১২ জুন ২০২৪ ১৯:৩০ | আপডেট: ১৩ জুন ২০২৪ ১০:১৯
ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে ফায়নাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে কালভার্ট রোডের ফায়নাজ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ডিউটি অফিসার রোজিনা খানম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পাওয়ার পর প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫৮ মিনিটে। পাঁচ ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৭টা ২৬ মিনিটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগলে ভবনে আটকা পড়েছিলেন কয়েকজন। তাদের উদ্ধার করা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতি বা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/এসবি/পিটিএম