ঢাকা: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক এক দিন।
শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের প্রধান গেটের বিপরীত পাশের ফুটপাতে মরদেহটি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ফুটপাতে একটি ব্যাগ পড়ে ছিল। তাতে একটি নবজাতক রয়েছে বুঝতে পেরে স্থানীয়রা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ক্যাম্প থেকে শাহবাগ থানায় খবর দেওয়া হয়। পরে থানা থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বাচ্চু মিয়া বলেন, মৃত অবস্থায় কে বা কারা নবজাতকটিকে ব্যাগে ভরে সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।