Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ হাতে পালা একটিমাত্র গরু নিয়ে হাটে এসেছেন তিনি

রাজনীন ফারজানা, স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ২৩:২৩

ঢাকা: মোহাম্মদ বদিউজ্জামান। বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চরে। পেশায় কৃষক বদুউজ্জামান শাহজাহানপুর হাটে এসেছেন নিজ হাতে পালা একটি গরু নিয়ে। গরুটির নাম সাদু। আড়াই বছর ধরে নিজ হাতে তাকে লালন-পালন করছেন তিনি।

ঢাকার হাটে আসা বেশিরভাগ গরুই যেখানে খামারে পালিত অথবা ঈদ কেন্দ্র করে কয়েক মাস আগে কেনা সেখানে বদিউজ্জামানের নিজ হাতে পালা গরু নিয়ে আসা একটু ভিন্ন মাত্রা তৈরি করে। জানা গেল একদমই সাদামাটা কৃষক পরিবার তাদের। স্ত্রী, সাত ছেলে আর তিন ছেলের স্ত্রী নিয়ে ভরা সংসার। এক ছেলে মাস্টার্স পাশ করে ঢাকায় চাকরি করে। একজন স্ত্রী রেখে মারা গেছে। বাকি পাঁচ ছেলে পড়াশোনা করে। পাশাপাশি সবাই কৃষিকাজে সাহায্য করে।

বিজ্ঞাপন

একটিমাত্র গরু নিয়ে এতদূর আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো বাপ-দাদার আমল থেকেই ক্ষেত-খামার করি। কৃষিকাজের পাশাপাশি গরু, ছাগল, মহিষ পালি। আমার ছেলেরাও লেখাপড়ার পাশাপাশি এই কাজে হাত লাগায়। নিজের বাড়ির পালা গরু নিয়ে আসছি। যদি ভালো দাম পাওয়া যায় সেই আশায়। পশুখাদ্যের দাম বাড়ায় গরুর দাম এবার একটু বেশি। ঢাকায় যদি বেশি দামে বিক্রি হয় সেই আশায় আসা।’

অত্যন্ত যত্নে বড় করা ‘সাদু’কে তিনি এক লাখ চল্লিশ হলে বিক্রি করে দেবেন। এতদিনের পালা গরু বিক্রি হলে কেমন লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘কষ্ট তো লাগবেই। নিজের হাতে বড় করছি। কিন্তু এইটাই আমাদের পেশা। কোরবানির সময় বিক্রি তো করতেও হবে।’

সারাবাংলা/আরএফ/একে