Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ১২:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৪:৫৯

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে পবার হরিয়ানে নিজের লিচু বাগানে কাজ করার সময় সাপে কামড় দেয়। রামেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সাপের কামড়ে মারা যাওয়া ব্যক্তির নাম মো. সানাউল্লাহ (৩৫)। তিনি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মোসলেম উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সানাউল্লাহ সকালে নিজ লিচু বাগানে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তাকে এসে কামড় দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। কি সাপ কামড় দিয়েছে তা বলতে পারেনি পরিবারের সদস্যরা।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান জানান, সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরিবারের সদস্যরা থানায় আসলে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সারাবাংলা/ইআ

ব্যবসায়ীর মৃত্যু রাজশাহী সাপের কামড়ে মৃত্যু

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর