Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত নেপালে ১০৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪ ০৭:০৭ | আপডেট: ১৭ জুন ২০২৪ ০৭:১৪

সুপার এইটে যেতে হলে নেপালের বিপক্ষে জিততে হতো বাংলাদেশকে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নেপালের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে কিংসটনে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। সেই শুরু। পুরোটা ইনিংসে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকেছে বাংলাদেশ। এবারও টপ অর্ডারে ব্যর্থ শান্ত, লিটনরা। আজ দাঁড়াতে পারেননি হৃদয়ও।

৩০ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব-মাহমুদউল্লাহয় কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। ২২ রানের এই জুটি ভাঙে সাকিবের ভুলে রিয়াদের রান আউটে। ১৩ রানে ফেরেন রিয়াদ। সাকিবও বেশিক্ষণ টিকতে পারেননি, করেছেন দলীয় সর্বোচ্চ ১৭ রান।

বিজ্ঞাপন

সাকিব ফেরার পর দ্রুত আরও উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষের দিকে রিশাদের ৭ বলে ১৩ রানের সুবাদে কিছুটা রান পায় বাংলাদেশ। শেষ উইকেটে ইনিংসের দ্বিতীয় সেরা ১৮ রানে জুটি গড়েন তাসকিন-মোস্তাফিজ। তাসকিনের ১২ রানের সুবাদে ১০০ পেরোয় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

নেপালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সোমপাল, দিপেন্দ্র, রোহিত ও লামিচান।

 

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর