গ্রুপ পর্বে সর্বোচ্চ উইকেট পেলেন কে?
১৮ জুন ২০২৪ ২৩:০৪
৪ গ্রুপের ৪০ ম্যাচ শেষে সমাপ্তি হয়েছে এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের। গ্রুপ পর্বে রাজত্ব ছিল বোলারদের। খেলাটা টি-২০ হলেও দুর্দান্ত বোলিংয়ে প্রচুর উইকেট পেয়েছেন বোলাররা। গ্রুপ পর্ব শেষে উইকেটশিকারিদের তালিকায় সবার উপরে আছেন আফগানিস্তান পেসার ফজল হক ফারুকি। ১২ উইকেট নিয়ে তিনিই আছেন শীর্ষে।
প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত বোলিং করেছেন ফারুকি। ৪ ম্যাচে তার মোট উইকেট ১২। এর মাঝে উগান্ডার বিপক্ষেই ফারুকি পেয়েছেন ৫ উইকেট।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ৬ বোলার। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, বাংলাদেশের তানজিম হাসান সাকিব, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৯টি করে উইকেট। ৮ উইকেট পেয়ে এরপরে আছেন শ্রীলংকার নুয়ান থুসারা। ৭টি করে উইকেট পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও নিউজিল্যান্ডের টিম সাউদি।
সেরা বোলিং ফিগারও আফগানিস্তানের ফারুকির। উগান্ডার বিপক্ষে ৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, উগান্ডার বিপক্ষে ১১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে ৭ রানে ৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন নরকিয়া। নেপালের বিপক্ষে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের তানজিম সাকিবও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন ভারতের আরশদিপ সিং।
সারাবাংলা/এফএম