Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির অ্যাসিস্টে জয় দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪ ০৮:০৫

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের কোপা আমেরিকা খেলতে এসেছেন তারা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মারসিডিস বেঞ্জ স্টেডিয়ামে কোপার প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসিরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মেসির শটে পাওয়া বলে ম্যাক অ্যালিস্টারের পাসে হুলিয়ান আলভারেজের গোলে লিড নিয়েছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে মেসির আরেকটি দারুণ অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানের জয় দিয়েই কোপার শুরু করল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

কাগজে কলমে কানাডার চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও মাঠে আর্জেন্টিনাকে ভালো লড়াই উপহার দিয়েছে কানাডা।ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যেতে পারত র্আর্জেন্টিনা। ডি মারিয়ার দারুণ একটি শট বাঁচিয়ে দিয়ে কানাডাকে গোল হজম করতে দেননি কিপার ক্রিপাউ। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করার আভাস দিলেও গোলের কাছাকাছি যেতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৪৩ মিনিটে লিড নিতে পারত কানাডা। লারিনের ক্রসে দারুণ এক হেড করেছিলেন কন। তবে দুর্দান্ত এক সেভে সেটা ঠেকিয়ে দিয়েছেন এমি মার্টিনেজ। এতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙে আর্জেন্টিনা। মেসির চোখ ধাঁধানো এক পাসে বক্সের ভেতরে বল পান ম্যাক অ্যালিস্টার। তার বাড়ানো বল যায় আলভারেজের পায়ে। সেখান থেকে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ। ৬৫ মিনিটে গোল পেতে পারতেন মেসিও। গোলরক্ষককে একা পেয়ে দুইবার শট নিয়েও বল জালে জড়াতে পারেননি মেসি। ৭৭ মিনিটে আবারও গোল মিসের হতাশায় ভুগতে হয়েছে মেসিকে।

৮৮ মিনিটে আবারও মেসি ম্যাজিক। তার দুদান্ত এক ডিফেন্স চেরা পাসে বল পান লাউতারো মার্টিনেজ। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ মেসি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর