আফগানিস্তানকে ১১৫ রানে আটকে সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
২৫ জুন ২০২৪ ০৮:০২
সেমিতে যাওয়ার কঠিন এক সমীকরণকে সামনে রেখে মাঠে নেমেছিল বাংলাদেশ। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নেমে সেই স্বপ্নটা এখনো বাঁচিয়ে রাখলেন শান্তরা। রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের মাত্র ১১৫ রানে আটকে দিয়ে এখনো সেমিতে ওঠার সুযোগ রইল বাংলাদেশের সামনে। সেমিতে যেতে হলে এই লক্ষ্য ১২.১ ওভারে ছুঁতে হবে বাংলাদেশকে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনিং জুটি বেশ সতর্কতার সাথেই খেলেছে। গুরবাজ-জাদরান জুটি আজ আগ্রাসী মুডে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ের সুবাদে।দলের স্কোর ৫০ পার করতেই প্রথম ১০ ওভার সময় নেন তারা। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন রিশাদ। বোলিংয়ে এসেই ১৮ রান করা জাদরানকে ফেরান তিনি।
ওমরজাইকে ১০ রানে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন মোস্তাফিজ। ১৭তম ওভারে জোড়া আঘাত হানেন রিশাদ। তিন বলের ব্যবধানে গুরবাজ ও নাইবকে ফিরিয়ে বাংলাদেশকে উল্লাসে ভাসান তিনি। গুরবাজ করেছেন দলীয় সর্বোচ্চ ৪৩ রান। ২৬ রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিশাদই।
দুর্দান্ত বোলিং করেছেন তাসকিনও। ৪ ওভারে মাত্র ১২ রানে নিয়েছেন এক উইকেট। শেষ দুই ওভারে রশিদ খানের তিন ছক্কায় সাজানোর ১৯ রানের ক্যামিওতে ১১৫ রানের স্কোর দাঁড় করায় আফগানরা।
সেমিতে যেতে হলে ১২.১ ওভারের মাঝেই জিততে হবে বাংলাদেশকে। এর বেশি সময় নিয়ে জয় পেলেও বাদ পড়বে বাংলাদেশ ও আফগানিস্তান, সেমিতে চলে যাবে অস্ট্রেলিয়া।
সারাবাংলা/এফএম