Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রেজিংয়ে কোথাও নদীভাঙন হয় না: নৌ প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ২১:০৪

ঢাকা: বিআইডব্লিউটিএ’র ড্রেজিং এর ফলে কোথাও নদী ভাঙন সৃষ্টি হয় না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ নাথের এক লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ মৃতপ্রায় নদীগুলো পুনরুদ্ধারের জন্য নদীতে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে। ড্রেজিং করার পূর্বে নদীর তলদেশের অবস্থা জানার জন্য হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়। পরবর্তীতে বিআইডব্লিউটিএ উক্ত হাইড্রোগ্রাফিক সার্ভে এবং নদীর গঠন-প্রকৃতি বিবেচনা করে মৃত ও মৃতপ্রায় নদীসমূহের নাব্যতা পুনরুদ্ধারে ক্যাপিটাল ড্রেজিং এবং চলমান নৌ-পথসমূহের নাব্যতা ধরে রাখার জন্য সংরক্ষণ ড্রেজিং করে থাকে। বিআইডব্লিউটিএ যে কোনো এলাকায় ড্রেজিং এর পূর্বে হাইড্রোগ্রাফি জরিপ এবং নদীর হাইড্রো ও মরফোলজিক্যাল তথ্যাদি বিশ্লেষণ করে পরামর্শক প্রতিষ্ঠানের মতামত সাপেক্ষে পরিকল্পিতভাবে ড্রেজিং করে থাকে। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং এর ফলে কোথাও নদী ভাঙন সৃষ্টি হয় না।

সারাবাংলা/এএইচএইচ/একে

অধিবেশন জাতীয় সংসদ ড্রেজিং নদীভাঙন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর