Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফাইনালে ভারতের সামনে ভয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা’

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪ ১০:৩৬

৭ সেমিফাইনাল হেরে তাদের নামের পাশে পাকাপাকিভাবে বসে গেছে চোকার্স উপাধি। তবে এবার দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ এসেছে সেই অপবাদ ঘুচিয়ে ইতিহাস গড়ার। একটিও ম্যাচ না হেরে  নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা আরেক দল ভারত। ফাইনালের আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলছেন, দুর্দান্ত ভারতের সামনে কিছুটা ভয়েই থাকবে প্রথমবার ফাইনাল খেলতে আসা দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে আজ রাতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ২০১৩ সালের পর থেকে কোন আইসিসি ট্রফি না জেতা ভারতও ১০ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলকেই কেউ হারাতে পারেনি।

সেমিতে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়া ভারতের বিপক্ষে কিছুটা চিন্তায় থাকবে দক্ষিণ আফ্রিকা, ধারণা শোয়েবের, ‘দক্ষিণ আফ্রিকা টসে জিতলে আগে ব্যাটিং নেওয়া উচিত। তাহলে জয়ের কিছুটা হলেও সম্ভাবনা থাকবে। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকা একটু ভয়েই থাকবে। বিশেষ করে ভারতের স্পিনারদের নিয়ে।’

শোয়েবের মতে, ভারতই ফাইনালের ফেভারিট, ‘ভারতের এই ম্যাচ জেতা উচিত। তারা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। এর আগের দুই বিশ্বকাপও তাদের জেতা উচিত ছিল। এই বিশ্বকাপও তাদের জেতা উচিত। আমি চাই এই ম্যাচে রোহিত-পান্ট ওপেন করুক, কোহলি তিনে নামুক। সে ক্রিজে সময় নিতে পছন্দ করে। কিছুটা বল খেলে রান নেয়, পরে সেটা পুষিয়ে দেয়। ওপেনিং তার সহজাত জায়গা না। সে খেললেই সব সমস্যার সমাধান হবে।’

 

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ দক্ষিণ আফ্রিকা ফাইনাল ভারত

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর