Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির অভিযোগ: এনবিআরের প্রথম সচিব ফয়সালকে বগুড়ায় বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৪ ২০:৪৪

ঢাকা: দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠায় আয়কর বিভাগের (ট্যাক্স লিগ্যাল ও এনফোর্সমেন্ট) প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করে বগুড়ায় পাঠানো হয়েছে।

রোববার (৩০ জুন) এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মো. শাহিদুজ্জামান সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৭ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত থেকে তার নামে-বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: এনবিআরের প্রথম সচিবের ফ্ল্যাট-প্লট, সঞ্চয়পত্র জব্দের নির্দেশ

এনবিআরের কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থাটি প্রাথমিক অনুসন্ধান শেষে গতকাল ফয়সাল ও তার আত্মীয়স্বজনের নামে সম্পদের বিবরণী আদালতের কাছে তুলে ধরে। ফয়সালের বিরুদ্ধে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একে

এনবিআর সচিব টপ নিউজ দুদক দুর্নীতি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর