Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার সীমান্তে ‘মাইন বিস্ফোরণে’ রোহিঙ্গা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ১৯:৫৮

কক্সবাজার: টেকনাফের নাফ নদী সীমান্তে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে।

ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও ) মো. আশিকুর রহমান।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আয়াছের আনুমানিক বয়স ২৪/২৫ বছর। কিন্তু তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরএমও আশিকুর রহমান বলেন, ‘দুপুরের আড়াইটার দিকে টেকনাফ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাইন বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

তিনি বলেন, ‘নিহত রোহিঙ্গাকে হাসপাতালে পৌঁছানোর পর পরই তাকে নিয়ে আসা অজ্ঞাত ব্যক্তি সটকে পড়েন। তিনিই হাসপাতালের সংশ্লিষ্টদের তথ্য দিয়েছিলেন যে, টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ আহত হন।’

তবে নিহত ব্যক্তি বাংলাদেশের কোনো রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত, নাকি মিয়ানমারে অবস্থানকারী নাগরিক- এ ব্যাপারেও কোনো তথ্য দেননি বলে জানান আশিকুর রহমান।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ মাইন বিস্ফোরণ রোহিঙ্গা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর