নিখোঁজের একদিন পর নদী থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
৬ জুলাই ২০২৪ ১৯:১৪
জয়পুরহাট: জয়পুরহাটে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মাদরাসা ছাত্র সাকিব হাসানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৬ জুলাই) বিকেলে পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীর বেইলি ব্রিজের অদূরে মরদেহটি ভেসে উঠে। এসময় উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
নিহত মাদরাসা ছাত্র সাকিব দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে ভারত সীমান্তবর্তী হিলির একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীর বেইলি ব্রিজের নিচে গোসলের জন্য তিন বন্ধু নদীতে নামে। গোসল শেষে দুই বন্ধু উপরে উঠলেও সাকিব হাসান স্রোতের কারণে পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কয়েক দফা উদ্ধারের চেষ্টা চালিয়ে তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে আবারও অভিযান শুরু হলে বিকেলের দিকে তার মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।
সারাবাংলা/এমও