রাজধানীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
৭ জুলাই ২০২৪ ১৭:৩৭
ঢাকা: রাজধানীর উত্তরায় অটোরিকশার ধাক্কায় নুরজাহান (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুত্বর অবস্থায় ওই বৃদ্ধাকে অটোরিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুড় ২টার দিকে মৃত তাকে ঘোষণা করেন।
হাসপাতালে অটোরিকশা চালক নুরনবী জানান, উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ের রাস্তা দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলাম। এ সময় ওই বৃদ্ধা রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে নিয়ে প্রথমে টঙ্গি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।
তিনি আরও জানান, আহত অবস্থায় ওই বৃদ্ধার কাছ থেকে জানা গেছে, তিনি উত্তরা বালুর মাঠ এলাকায় থাকতেন এবং এলাকাতেই ভিক্ষাবৃত্তি করতেন।
ঢাকা মেডিকেলকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই অটোরিকশা চালক নুরনবীকে ক্যাম্পে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ