Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ যুবকের পরিচয় মেলেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১৩:৪৪

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ৫ যুবকের কারো পরিচয়ই মেলেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তের প্রেক্ষিতে নেওয়া ফিঙ্গারপ্রিন্টেও সম্ভব হয়নি তাদের পরিচয় নিশ্চিত করা।

পরে ভিসেরা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবেই গতকাল সোমবার গভীর রাতে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয় তাদের।

মঙ্গলবার (৯ জুলাই) নরসিংদীর রেলওয়ে পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসব তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল সকালে নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় ট্রেনে কাটাপড়ে নিহত পাঁচ যুবকের পরিচয় নিশ্চিত করতে আঙ্গুলের ছাপসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে তার ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্রের সঙ্গে না মেলায় প্রাথমিকভাবে তাদের বেওয়ারিশ হিসেবে ঘোষণা করা হয়। সেই সাথে ভিসেরা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর রাতেই নরসিংদী রেলওয়ে কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ, গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় সকাল থেকে বিচ্ছিন্নভাবে পড়ে ছিল ৫টি মরদেহ। ধারণা করা হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলের নিচে কাটা পড়েই তাদের করুণ মৃত্যু হয়।

সারাবাংলা/এমও

৫ যুবক ট্রেনে কাটা নরসিংদী পিবিআই

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর