Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ বিশ্বকাপে বড় অর্জনের ‘হুঙ্কার’ ব্রাজিল কোচের!

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৪ ২০:৩৭

কোপা আমেরিকার এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবেই অংশ নিয়েছিলেন তারা। তবে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে ব্রাজিলের যাত্রা। পুরো টুর্নামেন্টে মাত্র একটি জয় নিয়েই বিদায় নিয়েছে সেলেসাওরা। বিদায়ের পরে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অবশ্য শুনিয়েছিলেন আশার বাণী। এবার গ্লোব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সমালোচকদের কড়া জবাব দিয়ে দরিভাল বলেছেন, ২০২৬ বিশ্বকাপে বড় কিছু করেই তাদের কথার জবাব দেবে ব্রাজিল।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে দুই ড্র ও একটি জয় নিয়ে রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে দরিভাল জুনিয়রের দল। ব্রাজিলের এমন বর্ণহীন রূপ ও অপ্রত্যাশিত বিদায় মেনে নিতে পারছেন না সমর্থকরা। বিদায়ের পর থেকেই তাই চলছে সমালোচনার ঝড়।

কোপার বিদায়ের পর দরিভাল জানিয়েছিলেন, তাদের লক্ষ্য পরের বিশ্বকাপ। এবার খানিকটা ক্ষোভ নিয়েই দরিভাল বলছেন, সমালোচকদের জবাব ব্রাজিল আগামী বিশ্বকাপেই দেবে, ‘এখন যারা বেশি কথা বলছেন, হয়তো দুই বছরের মাঝে দলের বড় সাফল্য হজম করতে হবে। আপনারা ধৈর্য রাখেন, শান্ত থাকেন। আমাদের উন্নতির প্রক্রিয়া দেখতে থাকুন। কোপাতে আরও ভালো করতে পারলে ভালো লাগতো। তবে একটা দীর্ঘ একটা প্রক্রিয়া।’

দরিভাল বলছেন, ফ্রান্স-আর্জেন্টিনার চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ব্রাজিল, ‘কোপার বিদায়ের পর আমাদের দ্রুত ভালো করতে হবে। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে। অনেক বছর ধরেই ফ্রান্সের কোচ বদল হয়নি, বেশিরভাগ ফুটবলারও একই। স্পেনের শুরুটা আমাদের মতো হলেও তারা এগিয়ে গেছে। আর্জেন্টিনা দলের বয়স হলেও তাদের হারানো কঠিন। ব্রাজিল আসলে তাদের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে।’

 

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ দরিভাল জুনিয়র ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর