বিস্কুট খেয়ে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু
৯ জুলাই ২০২৪ ২৩:৫৬
নওগাঁ: জেলার সদর উপজেলার দোগাছি গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবসসুম (৮ মাস) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
একইসঙ্গে বিস্কুট খেয়ে মুইন (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ মুইন একই গ্রামের পাইলটের ছেলে।
শিশু দুটির চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মুইন নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পর তারা লাগাতার বমি করতে থাকে। তখন দ্রুত তাদের নওগাঁ সদর হাপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর চিকৎসক আট মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্কুট খেয়ে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে আসল কারণ জানা যাবে।
ওসি আরও জানান, মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।