বসুন্ধরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
১১ জুলাই ২০২৪ ২০:৩৭
ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মানাধীন একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে দুঃখু মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলীম শেখ জানান, তারা বসুন্ধরা আবাসিক এলাকার আই-ব্লকের ৪৯ নম্বর রোডের নির্মাণাধীন একটি ভবনে ঢালাইয়ের কাজে গিয়েছিলেন। ভবনের একতলার ছাদে নতুন করে কলাম ঢালাই করছিলেন সকাল থেকে। সেই কলামের সঙ্গে মই দাঁড় করিয়ে উপরে উঠেছিলেন দুঃখু মিয়া। হঠাৎ অসাবধানতাবশত সেখান থেকে মইসহ নিচে পড়ে যান তিনি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকার্মীরা জানান, দুঃখু মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার দুধজোড়া গ্রাম। বর্তমানে পরিবার নিয়ে ভাটারা সোলমাইদ এলাকায় থাকতেন তিনি। তার বাবার নাম মাক্কু মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন, ওই ব্যক্তি ভবন থেকে পড়ে গিয়েছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম