Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী আসবেন বলে কথা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১৫:০৯

ঠাকুরগাঁও: ‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামুছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের আনোয়ার হোসেনের।

শুক্রবার (১২ জুলাই) বিকেল থেকে হঠাৎ হাসপাতালের ধোয়ামুছা আর রং করা দেখে দেখে তিনি সাংবাদিকদের সামনে এই শ্লেষমাখা উক্তিটি করেছেন।

শনিবার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ঠাকুরগাঁও শেষে মন্ত্রী পঞ্চগড়ে যাবেন।

মেডিসিন ওয়ার্ডে ভর্তি আঞ্জুমান আরা লাকীর স্বামী। মন্ত্রী আসার খবরে তিনি বলেন ‘যেভাবে হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে-এরকম পরিষ্কার প্রতিদিন করা হলেই অনেক রোগী সুস্থ হয়ে উঠবে।’

শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতী। মনি বলেন, ‘হাসপাতালের চারদিক পচা গন্ধ। হাসপাতালে ঢোকা মাত্রই বমি আসে।’

এ বিষয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী হাসপাতালে। এর ওপর জনবল সংকট। এরপরও চেষ্টা করি হাসপাতাল পরিষ্কার রাখতে।’

সারাবাংলা/একে

ঠাকুরগাঁও সামন্ত লাল সেন হাসপাতাল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর