এবার ট্রফি খরা কাটার স্বপ্নে বিভোর কেইন
১৪ জুলাই ২০২৪ ০৯:৫১
পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত সাফল্যের শেষ নেই তার। তবে দলীয় সাফল্যটাই যেন ধরা দিচ্ছে না হ্যারি কেইনের ভাগ্যে। গত ইউরোর ফাইনালে খুব কাছে গিয়েও ইংল্যান্ডকে শিরোপা জেতাতে পারেননি তিনি। এবার ইউরোর ফাইনালে আবারও সুযোগ এসেছে কেইনের সামনে। স্পেনের বিপক্ষে ফাইনালে আগে ইংল্যান্ড অধিনায়ক বলছেন, এবার ট্রফি খরা কাটিয়ে ইংল্যান্ডের হয়ে শিরোপা জিততে চান তিনি।
প্রিমিয়ার লিগ, জার্মান লিগ সবখানেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েছেন কেইন। তবে টটেনহাম কিংবা বায়ার্নের হয়ে ট্রফি জিততে পারেননি। কেইনের ভাগ্যে জোটেনি জাতীয় দলের হয়ে ট্রফিও। ইংল্যান্ডও তার মতো ট্রফি খরায় ভুগছে সেই ১৯৬৬ সাল থেকে। কখনোই ইউরো জিততে না পারা ইংল্যান্ডকে তাই শিরোপা এনে দিতে মুখিয়ে আছেন কেইন।
কেইন বলছেন, বহু বছরের আরাধ্য ট্রফিটা এবার জিতবেন তিনি, ‘আমি বায়ার্নের সতীর্থদের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি। সবাই আমাকে শুভকামনা জানিয়েছে। এটা কোন গোপন বিষয় না যে এখনো আমি কোন দলীয় ট্রফি জিততে পারিনি। আশা করি এবার সেই অপেক্ষার পালা খুচবে।’
সারাবাংলা/এফএম