Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ সিটিকে জরিমানার পৌনে ১৪ লাখ টাকা শোধ করল ঢাকা ওয়াসা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ২১:২২

ঢাকা: আরোপিত জরিমানার ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিশোধ করেছে ঢাকা ওয়াসা। বিনা অনুমতিতে অবৈধভাবে লালবাগের শহিদ আবদুল আলীম খেলার মাঠসংলগ্ন সড়ক খনন করার ঘটনায় ঢাকা ওয়াসাকে এই জরিমানা করেছিল ডিএসসিসি। ঢাকা ওয়াসা নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে জরিমানার অর্থ সংগ্রহ করে তা ২টি চেকের মাধ্যমে করপোরেশনকে পাঠানো হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে অবস্থিত প্রকৌশল বিভাগের দফতরে জরিমানার অর্থ পরিশোধ সংক্রান্ত চিঠি ও দু’টি চেক গ্রহণ করেন অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী মো. আহসান হাবিব।

বিজ্ঞাপন

ডিএসসিসি’র অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের স্বাক্ষর জাল করে এবং অনুমোদন না নিয়ে গত ৮ জুলাই লালবাগের শহিদ আবদুল আলীম খেলার মাঠসংলগ্ন রাস্তা খোড়ায় দক্ষিণ সিটি করপোরেশন খনন কাজে থাকা ওয়াসা ঠিকাদারের ব্যবহৃত মালামাল জব্দ করে। স্বাক্ষর জাল করার অপরাধে সেদিন রাতেই লালবাগ থানায় ওয়াসানিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

গত ৮ জুলাই ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল সড়ক খনন নীতিমালা-২০১৯ এর ১.৩.৫ ধারা অনুযায়ী বিনা অনুমতিতে সড়ক খনন করায় ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে চিঠি দেয়। ঢাকা ওয়াসা গত ৯ জুলাই দক্ষিণ সিটির সে চিঠি গ্রহণ করে।

ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো দক্ষিণ সিটির সেই পত্রে ৩ কার্যদিবসের মধ্যে চালান/ পে-অর্ডারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে অনুরোধ করা হয়। এরই প্রেক্ষিতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন তাদের নিযুক্ত ঠিকাদারকে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয় বলে জানা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/এমও

ওয়াসা জরিমানা ডিএসসিসি ঢাকা ওয়াসা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দক্ষিণ সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর