অনেক দেশ আমাদের আর টাকা ধার দিতে চাচ্ছে না: জি এম কাদের
১৪ জুলাই ২০২৪ ২১:৪৬
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, ‘অনেক দেশ আমাদের আর টাকা ধার দিতে চাচ্ছে না। কারণ রিজার্ভের অবস্থা অত্যন্ত খারাপ, যেকোনো সময় রির্জাভ শূন্য হয়ে যেতে পারে। আমরা বিদেশ থেকে যে ধার এনেছি তা পরিশোধ করতে পারবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। সরকার উন্নয়নের কথা যা বলছে তা শুভঙ্করের ফাঁকি।’
রোববার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘আমাদের উন্নয়নের জন্য বিদেশি ব্যাংক থেকে লোন নিতে হয়, দেশি ব্যাংক থেকে লোন নিতে হয়। লোন নিতে নিতে দেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। অনেক বেশি সুদে বিদেশ থেকে লোন নিতে হয়। এখন আমাদের বিদেশি লোন ১০০ বিলিয়ন ডলারের উপরে হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু আমরা নিজের টাকা দিয়ে করিনি, ব্যাংক থেকে লোন নিয়ে করতে হয়েছে। ব্যাংক থেকে ৬ থেকে ১০ শতাংশ হারে লোন নিয়ে পদ্মা সেতু করেছি। সব শুভঙ্করের ফাঁকি। সরকার এখন শুভঙ্করের ফাঁকি দিয়ে উন্নয়ন করছে।‘
জিএম কাদেরের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বেগম শেরিফা কাদের, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অনেকে।
সারাবাংলা/এএইচএইচ/এমও