Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভে ‘রাজাকার’ স্লোগান শুনে চবিতে ছাত্রলীগের হামলা

চবি করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ০৮:৫৪

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার ডেকেছেন- এ অভিযোগ এনে গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় সেখানে একদফা হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

রোববার (১৪ জুলাই) রাত এগারোটার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

বিজ্ঞাপন

জানা গেছে, বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে- রাজাকার, রাজাকার’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জিরো পয়েন্টে প্রায় আধাঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে কাটা পাহাড় রোড হয়ে শহিদ মিনারের দিকে এগিয়ে যায়। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। সুমন নামে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক ছাত্রকে পিটিয়ে আহত করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, লাঠি ও বাঁশ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তাদের ভাষ্য।

আন্দোলনের সমন্বয়ক চবি’র দর্শন বিভাগের চতুর্থ শিক্ষার্থী রাসেল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম। এসময় আমাদের ওপর অতর্কিতে হামলা হয়। দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।‘

জানতে চাইলে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থপ্রতিম বড়ুয়া বলেন, ‘ঘটনার পরে আমি এসেছি। শুনেছি, তারা নাকি নেত্রীর নামে বাজে স্লোগান দিচ্ছিল। এতোদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক। কিন্তু স্বাধীন দেশে আমি রাজাকার- রাজাকার স্লোগান দেওয়া কখনো কাম্য নয়।’

বিজ্ঞাপন

এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যার যার মতো ফিরে যান।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য চবি’র প্রক্টর ও সহকারী প্রক্টরদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এমআর/এমও

ছাত্রলীগের হামলা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর