ফোলা পা নিয়েও মাঠ ছাড়তে চাননি মেসি!
১৫ জুলাই ২০২৪ ১৭:৫০
কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধে পাওয়া চোট যে পুরো ম্যাচজুড়েই ভোগাবে তাকে, সেটার আঁচ তখনই পাওয়া যাচ্ছিল। দ্বিতীয়ার্ধে আর খেলাই চালিয়ে যেতে পারলেন না লিওনেল মেসি। চোখের জলে মাঠ ছেড়ে বেঞ্চে বসেও কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ককে। ক্যামেরায় দেখা গেছে, ডান পা বেশ বাজেভাবেই ফুলে গিয়েছে তার। শেষ পর্যন্ত অবশ্য শিরোপা উঠেছে মেসির হাতে। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, পায়ের এমন হাল নিয়েও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন মেসি!
কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধের শেষের দিকে ডান পায়ে চোট পান মেসি। খুঁড়িয়ে খুঁড়িয়েই খেলা চালিয়ে গিয়েছেন তিনি। ম্যাচের ৬৪ মিনিটে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি, তীব্র ব্যথায় মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। সাইডলাইনে বসে কাঁদতে দেখা গেছে তাকে। মেসির ডান পায়ের নিচের অংশ বেশ ফুলে উঠেছিল।
স্কালোনি বলছেন, পায়ের ওই হালেও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন মেসি, ‘লিওর মাঝে এমন কিছু আছে যা আসলে সবার মাঝেই থাকা উচিত। সে ইতিহাসের সেরা। পায়ের ওই অবস্থা নিয়েও সে মাঠ ছেড়ে যেতে চাইছিল না! সে সতীর্থদের একা ফেলা যেতে চায়নি। সে পুরো সময়ই মাঠে থাকতে চায় প্রতি ম্যাচেই।’
সারাবাংলা/এফএম