Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায় বেলায় ডি মারিয়ার যে আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪ ১৮:১৯

মঞ্চটা তার জন্য প্রস্তুত ছিল। আর্জেন্টিনার জার্সি গায়ে আজকের কোপার ফাইনালই ছিল ডি মারিয়ার শেষ ম্যাচ। সেই ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন ডি মারিয়া। কোপার ট্রফি উঁচিয়ে ধরেই আর্জেন্টিনাকে বিদায় বললেন তিনি। ম্যাচ শেষে ডি মারিয়া বলছেন, বিদায় বেলায় তার একটাই আক্ষেপ। আগের প্রজন্মের সাথে একটি শিরোপা জিততে না পারার আক্ষেপটাই ডি মারিয়াকে বেশি পোড়াচ্ছে।

আর্জেন্টিনার হয়ে দীর্ঘদিন খেলেছেন ডি মারিয়া। তার ক্যারিয়ারে সতীর্থ হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার বহু তারকা ফুটবলারদের। তবে ক্যারিয়ারের বড় একটা সময় অনেক সতীর্থকে ট্রফি ছাড়াই বিদায় নিতে দেখেছেন তিনি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অবশেষে নতুন প্রজন্মের আর্জেন্টিনাকে নিয়েই কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ডি মারিয়া।

বিজ্ঞাপন

বিদায়ী ম্যাচ শেষে ডি মারিয়া বলছেন, আগের প্রজন্মের ফুটবলারদের শিরোপা না পাওয়ার আক্ষেপটা তাকে পোড়াচ্ছে, ‘ব্যাপারটা হয়তো অনেক সহজ মনে হচ্ছে। কিন্তু আমরা অন্য প্রান্তেও ছিলাম। এই প্রজন্মের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে সবকিছু এনে দিয়েছে। আমি যা চেয়েছি সবকিছুই পেয়েছি। আক্ষেপ একটাই, যদি আগের প্রজন্মের সাথে কিছু শিরোপা জিততে পারতাম! সেটা তাদেরও প্রাপ্য ছিল।’

আর্জেন্টিনার হয়ে শেষটা স্বপ্নের মতো হয়েছে বলেই মানছেন ডি মারিয়া, ‘এটা যেভাবে লেখা ছিল সেভাবেই হয়েছে। আমি এরকম কিছুরই স্বপ্ন দেখেছিলাম। এটা সবাইকে বলেছিলামও। অনেক সুন্দর কিছু মুহূর্ত নিয়েই আমি বিদায় নিচ্ছি।’

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২৪ ডি মারিয়া মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর