Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পা কেটে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ১১:৩৭

রাজশাহী: রাজশাহীতে এক যুবকের পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) ফজর নামাজের পরপরই জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নুরুল ইসলাম (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা পাতান আলীর ছেলে।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল বাশার জানান, ফজরের নামাজ পড়ে সকালে বাসায় ফিরছিলেন নুরুল। দুবৃর্ত্তরা তাকে ধাওয়া দিয়ে পেছন থেকে ধারলো হাঁসুয়া দিয়ে কোপ দেয়। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তার আরেক পা জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

টপ নিউজ যুবককে হত্যা রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর